
গাজী মামুন, লালমাই।।
কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে ৭টি বৈধ ঘোষণা করা হয়েছে এবং ২টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
গত শনিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
জানা যায়, কুমিল্লা-১০ আসনে দুটি মনোনয়ন বাতিল করা হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থীর নামে মনোনয়নপত্র দাখিল করা, দলীয় মনোনয়নপত্র জমা না দেয়া এবং বাংলাদেশ ব্যাংকের ঋণ সংক্রান্ত সিআইবি রিপোর্টে তাঁর প্রতিষ্ঠান জমজম কার এন্ড অটোমোবাইলের পরিচালক হিসেবে ঋণ খেলাপি হওয়ার কারণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হয়। অন্য স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয় সংসদীয় আসনের মোট ভোটারের শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায়।
বৈধ ঘোষণাকৃত প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শামছুদ্দোহা, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী রমিজ বিন আরিফ, আমজনতার দল মনোনীত প্রার্থী মো. আবদুল্লাহ আল নোমান, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী হাছান আহম্মেদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী কাজি নুরে আলম ছিদ্দিকি।