
লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাইয়ে ১৫৫ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত সোহেল উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের মোহাম্মদ উল্লাহ’র ছেলে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক তার বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত মাদক কারবারিকে লালমাই থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।