
গাজী মামুন, লালমাই।। কুমিল্লার বরুড়া উপজেলার আওতাধীন লালমাই পাহাড়ের কোল ঘেঁষে মগবাড়িতে নির্মিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থায়নে এবং পদ্মা ওয়েল পিএলসি’র পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনের জন্য দেশের প্রথম স্বয়ংক্রিয় পেট্রোলিয়াম (জীবাশ্ম জ্বালানি) ডিপো বা গুদাম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ডিপো উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ও বিগ্রেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খাঁন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক ও যুগ্ম সচিব একেএম আজাদুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান, প্রকল্প পরিচালক কর্ণেল মোহাম্মদ সুলতান মাহমুদ শ্যামল। সভাপতিত্ব করেন পদ্মা অয়েল কোম্পানি পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান।
জানা যায়, প্রায় ১৬ দশমিক ১৬৪ একর জমির উপর স্থাপিত ডিপোটিতে ১৯ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫০০ মেট্রিক টন পেট্রোল ও ১ হাজার ৫০০ মেট্রিক টন অকটেন সংরক্ষণের সক্ষমতা রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ডিপোটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিচালিত হবে। এই ডিপোর মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহের পাশাপাশি পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় এবং এই ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে।
এ-সময় বক্তারা জানান, দেশের ইতিহাসে এই প্রথম অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর যাত্রা জ্বালানি খাতে একটি নতুন মাইলফলক। এই ডিপো থেকে কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্বালানি গ্রহণ, মজুত ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। পাইপলাইনের মাধ্যমে তেল গ্রহণের ফলে পরিবহন ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার সময়ও জ্বালানি সরবরাহ সচল রাখা সম্ভব হবে। একই সঙ্গে তেল চুরি ও অপচয়ের মতো অভিযোগ কমবে।