
গাজী মামুন, লালমাই।। কুমিল্লার লালমাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. নুরুজ্জামান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে তিনি লালমাই থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন।
ওসি মো. নুরুজ্জামানের বাড়ি লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানায়। তিনি ২০১০ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ দেড় দশকের পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা এবং ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
লালমাই থানায় দায়িত্ব গ্রহণের পর স্থানীয় জনতাকে অভয় দিয়ে ওসি নুরুজ্জামান বলেন, “জনগণের নিরাপত্তা ও সুশৃঙ্খল জীবন নিশ্চিত করতে ২৪ ঘণ্টা কাজ করছে থানা পুলিশ। দায়িত্বশীল, ন্যায়নিষ্ঠ ও জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে লালমাই থানা এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার মতো অপরাধ থেকে মুক্ত রাখবো। সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আমি এবং আমার থানা বদ্ধপরিকর। আমি লালমাই থানায় মানব সেবার দোকান বসিয়েছি। যেখানে এই থানার ধনী-গরীব, উঁচু-নিচু সকল নাগরিকই আমার নিকট সমান এবং ন্যায্য আইনি সেবা পাবে। দিন-রাত ২৪ ঘন্টাই আমার দরজা লালমাইবাসীর জন্য খোলা রয়েছে।”