
গাজী মামুন : লালমাই।। কুমিল্লার লালমাইয়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু’র সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমাম হোসাইন, লালমাই থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ ফারুক, বাগমারা বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও বিএনপি নেতা মফিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান, প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ডিসপ্লে, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।