
গাজী মামুন, লালমাই।। ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় কুমিল্লার লালমাই উপজেলায় রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগমের সভাপতিত্বে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহীন ও বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান জানান, “লালমাই উপজেলায় উফশী ধান প্রণোদনার আওতায় এবছর ৪৫০জন কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিজন কৃষক ৫ কেজি উফশী ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাচ্ছেন। তাছাড়া ৬০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ প্রদান করা হবে।”