
গাজী মামুন, লালমাই।। কুমিল্লার লালমাইয়ে মামলা চলমান অবস্থায় সরকারি পুকুর থেকে মাটি কাটার অভিযোগে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে জরিমানা করেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা। এসময় উপস্থিত ছিলেন লালমাই থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ ফারুক।
জানা যায়, সরকারি জমির মালিকানা নিজেদের দাবি করে পুকুর শুকিয়ে মাটি কাটার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার। এ-সময় মামলা চলমান অবস্থায় কোনো প্রকার মাটি না কাটতে নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা বলেন, পুকুরটির জমির মালিকানা নিয়ে সরকার ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল। মামলা চলমান অবস্থায় হস্তান্তর বা পরিবর্তন করা যাবে না। কিন্তু নিয়ম না মেনে পুকুর শুকিয়ে মাটি কাটায় ওই ব্যক্তিকে জরিমানা এবং সতর্ক করে দেওয়া হয়।