
গাজী মামুন, লালমাই।। স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন লাগসই, পরিবেশবান্ধব প্রযুক্তির সাথে জনগণকে পরিচয় করানো, প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবহিত করা এবং প্রযুক্তির ইতিবাচক প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধ করতে কুমিল্লা লালমাই উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর ঢাকার সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মৌসোনা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরপ্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ-সময় উপজেলা মাঠে স্থাপিত ১৫টি প্রযুক্তি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও এবং অতিথিরা।