
গাজী মামুন, লালমাই।। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করতে কুমিল্লার লালমাই উপজেলায় শীতার্ত ভাসমান ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
সরকারের পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার বাগমারা বাজার রেললাইন সংলগ্ন এলাকায় ভাসমান পরিবার ও আশপাশের বিভিন্ন স্থানে শতাধিক কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপকারভোগীরা।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা আলেক হোসেন, লালমাই সাংবাদিক সমিতির সভাপতি মাসুদ রানা, সুশাসনের জন্য নাগরিক লালমাই উপজেলার সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ, সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক গাজী মামুন প্রমুখ।
বিতরণ শেষে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, এই শীতে শীতার্ত কেউ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং কার্যক্রমটি পর্যায়ক্রমে চলমান থাকবে।