
গাজী মামুন : লালমাই।। কুমিল্লার লালমাইয়ে জিআর মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি হারুন অর রশিদ (৪০) কে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান সাড়ে ১২টায় লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ সরকারের নির্দেশে এসআই লতিবুর রহমান, এসআই নাজিম উদ্দিন, এসআই রোজেল সরকার, এএসআই মোরশেদুল হকসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর ধনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হারুন অর রশিদ ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে। সে গত ২০১১ সালে কুমিল্লা সদর দক্ষিণ থানার ৩৬নং মাদক মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার বলেন, গ্রেফতারকৃত আসামি হারুন জিআর মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত ওয়ারেন্ট আসামি ছিল। উক্ত মামলায় আদালত তাকে গ্রেফতারের নির্দেশ প্রদান করলে থানার উত্তর ধনপুর এলাকা থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।