
গাজী মামুন, লালমাই।। কুমিল্লার লালমাইয়ে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর ৭৫৪ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। উপজেলার বাকই উত্তর ইউনিয়নের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শিকারীপাড়া বাইতুল কোরআন মাদ্রাসা’র উদ্যোগে ডক্টরস ফোরাম অব লালমাই এর সহযোগিতায় এই সেবা দেওয়া হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিকারীপাড়া বাইতুল কোরআন মাদ্রাসা মাঠে এই সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেন মেডিসিন, চক্ষুরোগ, কিডনি, চর্ম, হৃদরোগ, বক্ষব্যাধী, ডেন্টাল, ডায়াবেটিস, অর্থোপেডিক্স, নিউরোলজি, গ্যাস্ট্রোলজি, বাত-ব্যথা, গাইনি, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ২৪জন ডাক্তার।
ঢাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ও চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মোতাহার হোসেন জুয়েল এর সভাপতিত্বে চিকিৎসা সেবা উদ্বোধন করেন লালমাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। এ-সময় উপস্থিত ছিলেন ডা. সালেহ আহমেদ, ডা. মোয়াজ্জেম হোসেন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, লালমাই ছোট্ট একটি উপজেলা। এখানে এতগুলো বিশেষজ্ঞ ডাক্তারের মিলনমেলা দেখে আমার খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় গর্বের বিষয় হলো সবাই লালমাইয়ের সন্তান। এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আপনাদের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।
সমাপনী বক্তব্যে ডা. মোতাহার হোসেন জুয়েল বলেন, শিকারীপাড়া বাইতুল কোরআন মাদ্রাসা কর্তৃক ডক্টরস ফোরাম অব লালমাই এর সহযোগিতায় আজকের এই মেডিকেল ক্যাম্পে দেশসেরা ডাক্তারগণ সেবা দিয়েছেন। যাদের অনেকের সিরিয়াল পেতে একমাসও সময় লেগে যায়। তাছাড়া বর্তমান বাজারে সব পণ্যের দাম ঊর্ধ্বগতি। সাধারণ জীবনযাপনে দরিদ্ররা হিমশিম খাচ্ছে। এরমধ্যে যারা শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন, তাদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাই আমরা ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি। প্রতিবছরই আমরা এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছি। এতে এলাকার শত শত রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করে উপকৃত হয়েছেন।