
গাজী মামুন, লালমাই।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সায়েম আজাদ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলাসহ বিভিন্ন স্থানে ভোটারদের সাথে মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এসময় তিনি ভোটারদের নিকট ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোর্শেদ আলম, নাঙ্গলকোট উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মাও. দেলোয়ার হোসেন, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা ফারুক হোসেন, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সাহাব উদ্দিন, পেরিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মহসিন মিয়াজী, সদস্য মোহাম্মদ উল্লাহ মিঠু, বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন, বিএনপি নেতা ভোলা মিয়া, আমিনুল ইসলাম মজুমদার, গিয়াস উদ্দিন মজুমদার, রেজু মিয়া, বেলাল হোসেন, বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, শ্রমিকদল নেতা জাকির হোসেন, খোরশেদ আলম, যুবদল নেতা ওমর ফারুক, ছাত্রদল নেতা সালাহ উদ্দিন, ইব্রাহিম হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে আবু সায়েম আজাদ বলেন, “দেশকে অস্থিতিশীল করার জন্য দেশী এবং বিদেশী কুচক্রী মহল ষড়যন্ত্র করছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিচ্ছে। দেশের জনগণের শান্তির লক্ষ্যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করলেও সেই জুলাই সনদকে পুঁজি করে একটি পক্ষ হ্যাঁ-না ভোটের কথা বলে বিভিন্ন বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এসব বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আগামী তিন মাস পর জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের আগে কোনো প্রকার হ্যাঁ-না ভোট হতে দেওয়া হবে না। জনগণের অধিকার জনগণ প্রতিষ্ঠা করবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন বানচাল হয় তাহলে বিএনপির পক্ষ থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে আন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিহত করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আমরা নির্বাচন করবো। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতেও ছিল, ভবিষ্যতেও পাশে থাকবে।”