
গাজী মামুন, লালমাই।। কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাতের নেতৃত্বে ‘রাইড ফর চেঞ্জ’ নামে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার এ.আর হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জোড্ডা, দৌলতখাঁড়, বক্সগঞ্জ, হাসানপুর, বাঙ্গড্ডা, যুক্তিখোলা, গৈয়ারভাঙ্গা, ভুশ্চি বাজার, আটিটি, হরিশ্চর চৌরাস্তা হয়ে বাগমারা বাজারে এসে শেষ হয়।
শোভাযাত্রায় জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এসময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান ইয়াছিন আরাফাত। শোভাযাত্রার পাশাপাশি বিভিন্ন স্থানে বক্তব্যে তিনি বলেন, “পরিবর্তনের লক্ষ্যে আমাদের যে প্রতিশ্রুতি সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলবাজীর বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এই আসনে শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়নের পাশাপাশি জনগণের কল্যাণে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সুযোগ দিন।”
শোভাযাত্রায় অংশ নেন লালমাই উপজেলা জামায়াতের আমির মাও. আবদুন নূর, সেক্রেটারী ইমাম হোসাইন, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাও. জামাল উদ্দিন, সেক্রেটারী নুরুল ইসলাম হাসানসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের সভাপতি-সেক্রেটারী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।