
গাজী মামুন, লালমাই।। সংসারে উপার্জনের একমাত্র অবলম্বন কিস্তিতে নেওয়া অটোরিকশা চুরি হওয়ায় শোকে কাতর মেহেদী হাসান ও তার পরিবার। বিষয়টি জানার পর তাকে একটি ব্যাটারী চালিত নতুন অটোরিকশা উপহার দেয় উপজেলার পরতী সাতবাড়ি গ্রামের যুবকদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক ও সেবামূলক সংগঠন ‘তরুণ প্রজন্ম পরতী সাতবাড়ি’।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ জুমা রিকশাটি মেহেদী হাসানের নিকট হস্তান্তর করা হয়।
রিকশা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হাফেজ বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন, একরামুল হক, হাফেজ নুরুল হক, সফিকুর রহমান, আবদুর রহিম, মনু মিয়া, সংগঠনের এডমিন ও কার্যকরী সদস্য শাহ আলম সহ অনেকে।
এসময় শাহ আলম বলেন, আমরা সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রবাসীদের সহযোগিতায় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে একটি গরীব ও অসচ্ছল পরিবারকে নতুন একটি অটোরিকশা প্রদান করা হয়েছে। এখানেও বেশিরভাগ অনুদান প্রবাসীদের। তাই সকলে তাদের জন্য দোয়া করবেন এবং সকল ভালো কাজে সংগঠনের পাশে থাকবেন।
গত ২০২২ সালে ২৭ আগস্ট এলাকার যুবকদের সাথে নিয়ে সামাজিক ও সেবামূলক এ সংগঠনটি যাত্রা শুরু করে। সূচনালগ্ন থেকেই এলাকার মসজিদ মাদ্রাসায় অনুদান, গরীব মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা, জনসাধারণের চলাচলের রাস্তায় সোলার লাইট স্থাপন সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে আসছে সংগঠনটি।