
গাজী মামুন, লালমাই।। কুমিল্লার লালমাই থানাধীন কালিকাপুর এলাকা থেকে সাদিকুর রহমান রাব্বানী (২৭), জাকির হোসেন (২৭), মো. মাসুদ (২৬), রনি মিয়া (২৬), মো. ইলিয়াস (৩০) নামে পাঁচ মাদক কারবারিকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে লালমাই থানা পুলিশ। আটককৃতরা হলেন, থানার ভূলইন উত্তর ইউনিয়নের বড়তুলা এলাকার মৃত আবদুল খালেকের ছেলে সাদিকুর রহমান রাব্বানী, মাহবুবুল হকের ছেলে জাকির হোসেন, খোকন মিয়ার ছেলে মাসুদ, আলাউদ্দিনের ছেলে রনি, মৃত আবুল কাশেমের ছেলে ইলিয়াস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই লতিবুর রহমান ও এএসআই ইমরান হোসেন জানান, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর অনুমান আড়াইটার দিকে থানার ভূলইন দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর থেকে জামুয়া সড়কে আবুল হাশেমের বন্ধ দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি করে তাদের পরিহিত প্যান্টের পকেটে থাকা সিগারেটের প্যাকেট ও দিয়াশলাইয়ের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।