
গাজী মামুন, লালমাই।। ইসলামি আদর্শ, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ে কুমিল্লার লালমাইয়ে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় দোয়া-মোনাজাতের মাধ্যমে উপজেলার বাগমারা দক্ষিণ বাজার পুরাতন থানার বিপরীত পাশে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আতাহার আলী। অনুষ্ঠানের শুরুতেই ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চলে মনোমুগ্ধকর উপস্থাপনা। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, গজল ও প্রতিষ্ঠানের থিম সং পরিবেশন করে অনুষ্ঠানের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে শিক্ষার্থীরা।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মুফতি এহতেশামুল হকের সভাপতিত্ব এবং সেক্রেটারী প্রভাষক শাহাদাত হোসাইন ও প্রিন্সিপাল মাওলানা মনির হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী ইসলামিক বক্তা মুফতি শামসুদ্দোহা আশরাফী, ইসলামিক বক্তা মাওলানা আতিকুর রহমান আশরাফী, লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমাম হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক কবির হোসাইন রুমন, হাফেজ মাওলানা এমদাদুল্লাহ শাহাদাত, মাওলানা আবদুস সালাম আশরাফী, হাফেজ মাওলানা মুফতি জোবায়ের হোসাইন, মুফতি কামরুল হাসানসহ অভিভাবকবৃন্দ। এ-সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাফেজ সাইফুল ইসলাম, আবদুল জলিল, হাফেজ রাকিবুল ইসলাম, হিফজুর রহমান, মুফতি মোহাম্মদুল্লাহ বিপ্লবী, ইমরান হোসেনসহ অনেকে।
সময়ের সাথে পাল্লা দিয়ে এই অঞ্চলে ইসলামি মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ আদর্শ মানুষ তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা অভিভাবকদের। একই সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তারা আরও জানান, ইতোমধ্যে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আধুনিক সফটওয়্যারের মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে প্রতিদিনের ক্লাস, উপস্থিতি, অভিভাবকদের সাথে যোগাযোগ, একাডেমিক রিপোর্ট ও ফলাফল ব্যবস্থাপনা হবে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর।