গাজী মামুন, লালমাই।। কুমিল্লা লালমাই উপজেলার জনপ্রিয় ক্রীড়া সংগঠন রাইজিং স্টার স্পোর্টিং ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলোয়াড়দের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে বাকই উত্তরের মোহনপুর আলিম মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মোতাহার হোসেন জুয়েল।
বাকই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. ফরহাদ হোসাইন।
রাইজিং স্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাবের হোসেন জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই শাখার সভাপতি মিজানুর রহমান, মোহনপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসানুজ্জামান, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজ, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার সহ অনেকে। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।