
গাজী মামুন, লালমাই।। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূলইন উত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সা:) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বড়তুলা আনন্দ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ভূলইন উত্তর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খোরশেদ আলম সংগ্রামের সভাপতিত্বে এবং সেক্রেটারী আবদুর রশিদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ভূলইন উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সাইফুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক হাফেজ বেলাল হোসাইন, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাও. ইলিয়াস হোসাইন, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফুর রহমান মজুমদার, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাও. ফরিদ উদ্দিন।
এ-সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসমাইল বলেন, শ্রমজীবী মানুষেরা আল্লাহর বন্ধু। শ্রমজীবী মানুষগুলো অর্থের দিক দিয়ে গরীব হলেও মনের দিক থেকে তারা ধনীদের চাইতেও বড়। কারণ, শ্রমিকদের পরিশ্রমে অর্জিত অর্থ হালাল। আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হযরত মুহাম্মদ (সা:)ও শ্রমিকের কাজ করেছেন। তিনি একজন নবী হয়েও মেষ চড়াতেন। সুতরাং শ্রমিকের কোনো কাজই ছোট নয়৷ তবে, আল্লাহ যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন তাই নামাজের সময় কাজ বন্ধ করে সালাত আদায় করতে হবে। আগামীতে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠার জন্য আসমান থেকে আর কোনো ফেরেশতা আসবে না। এ সমাজকে প্রতিষ্ঠা করার জন্য আমরাই যথেষ্ট। প্রতিপক্ষ দলকে হুশিয়ারী করে তিনি আরো বলেন, আপনারা যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন, জোরপূর্বক কেন্দ্র দখল করে নির্বাচন করতে চান, আপনারা জেনে রাখুন ১৯৯৬ সালের জামায়াত আর ২০২৫ সালের জামায়াত এক নয়। এই আশায় ঘুম মারবেন না৷ জামায়াতে ইসলামী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী।