
গাজী মামুন, লালমাই।। কুমিল্লা লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা দক্ষিণ বাজার পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় গ্লোবাল টাওয়ারস্থ বারফি রেস্টুরেন্টে ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে বাজার ব্যবসায়ী আলহাজ্ব নূর হোসেন কে আহবায়ক ও শামীম এ্যালুমিনিয়াম ফ্যাক্টরীর স্বত্বাধিকারী শামীম ইকবাল কে সদস্য সচিব করে আগামী এক বছরের জন্য আংশিক নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটির উপদেষ্টারা হলেন অমর কৃষ্ণ বনিক (মানিক), কাজী কামরুল হাসান ভুট্টু, মো. আবদুর রহমান, দেলোয়ার হোসেন মেম্বার।
কমিটির সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম পঙ্কজ কান্তি ভৌমিক, আবুল বাশার, জহিরুল ইসলাম নয়ন, খোকন দেবনাথ, আমান উল্লাহ আমান, চিন্টু সাহা, সুভাষ দাস, জাহিদুল ইসলাম লিটন, সফিকুল ইসলাম সেপু, কালু মিয়া, মো. হোসেন, শাহ আলম, সন্তোষ সিংহ, জসিম উদ্দিন, কুদ্দুস মিয়া, শহিদুল ইসলাম।