
গাজী মামুন, লালমাই।। কুমিল্লা লালমাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম মোহন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি নুরুল আমিন, মাদ্রাসার মুহতামিম মাওলানা মাজহারুল ইসলাম, বাগমারা দক্ষিণ যুবলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার সোহেল, বাগমারা দক্ষিণ ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন মজুমদার সহ অনেকে। পরে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা