
গাজী মামুন, লালমাই।। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে কুমিল্লা লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএসএম কামাল হোসেন দুলাল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম, লালমাই থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমাই শাখার সভাপতি জ্যোতিষ সিংহ খোকন, সদস্য বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম, মাতাইনকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সুজিত সিংহ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন অপু, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ মাহমুদ, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম সহ অনেকে।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজ শিক্ষকসহ সর্বস্তরের জনগণ সম্প্রীতি সমাবেশে অংশ নেন। এসময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস ও মানুষের সমান অধিকার সুনিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান বক্তারা।