
গাজী মামুন: লালমাই।। কুমিল্লা লালমাই উপজেলার জনপ্রিয় ক্রীড়া সংগঠন দক্ষিণ ছিলোনিয়া যুব উন্নয়ন ক্লাব কর্তৃক মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের কামারকোয়া বাজারের পাশে ব্যাপক আলোকসজ্জার মাধ্যমে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরুল দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার হারুন অর রশিদ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য এনায়েত উল্লাহ, ইউপি সদস্য খন্দকার ফরিদ আহমেদ, ইউপি সদস্য ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন অপু সহ অনেকে।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পেরুল সবুজ ক্লাব বনাম ভুশ্চি ফ্রেন্ডস ক্লাব। ট্রাইবেকারের মাধ্যমে খেলায় বিজয়ী হন ভুশ্চি ফ্রেন্ডস ক্লাব।