২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৩৩| শীতকাল|
সর্বশেষ
কুমিল্লা-১০ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২ লালমাইয়ে রাতের আঁধারে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও  লালমাইয়ে ১৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক  লালমাই পাহাড়ের কোল ঘেঁষে দেশের প্রথম স্বয়ংক্রিয় পেট্রোলিয়াম ডিপো উদ্বোধন  ওসমান হাদির উপর হামলার ঘটনায় বাংলাদেশ উন্নয়ন পরিষদের নিন্দা ও বিচার দাবি  লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত  লালমাই থানায় নবাগত ওসি নুরুজ্জামানের যোগদান  ৮৬ বছর পর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হলো ভাবকপাড়া প্রাইমারি স্কুলের গেইট  লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা চালু লালমাইয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, ছিনতাই, প্রবাসী হেনস্তার প্রতিবাদে মাইক্রোবাস চালকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫,
  • 139 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজী মামুন, লালমাই।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের বেলায় যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতি, ছিনতাই, হামলা-ভাংচুর, ঘুম, নৃশংস হত্যা, বিদেশ থেকে আসা রেমিট্যান্স যোদ্ধাদের বহনকারী গাড়ীতে অহরহ হিজড়াদের আক্রমণ এবং মোটা অংকের চাঁদা দাবি ও হেনস্তার প্রতিবাদে কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় মানববন্ধন করেছে লালমাই উপজেলা রেন্ট-এ কার, কুমিল্লা সিটি রেন্ট-এ কার অনলাইন গ্রুপ, মুরাদনগর রেন্ট-এ কার, ইলিয়টগঞ্জ রেন্ট-এ কার, লাকসাম রেন্ট-এ কার, পান্থপথ রেন্ট-এ কার, হালকা মোটরযান চালক-মালিক সহ কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত মাইক্রোবাস ও প্রাইভেটকার মালিক ও চালকরা। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ইলিয়টগঞ্জ ফুটওভার ব্রিজ সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে মালিক ও চালকরা বলেন, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আমাদের সকল গাড়ি চালক ও বিদেশ যাত্রীদের জন্য একটি আতঙ্কের নাম। মহাসড়কের শনির আখরা, সাইনবোর্ড, মেঘনা জোড়া ব্রিজ, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, হাড়াতলী, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর, কাঁচিকাটা, কুমিল্লা-চাঁদপুর সড়কের কেশনপাড়, কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের কলমিয়াসহ বিভিন্ন এলাকায় অহরহ ঘটছে ডাকাতি ও ছিনতাই। দুর্ঘটনা ও হামলার শিকার হচ্ছেন চালকরা। অর্থ ও মালামাল হারিয়ে সর্বস্বান্ত হচ্ছেন ব্যবসায়ী ও প্রবাসীরা।

চালকদের দাবি, রাত গভীর হলেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়। সড়কে হাইওয়ে পুলিশ কিংবা থানা পুলিশের নেই কোনো নজরদারি। হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মহাসড়কে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। গত এক মাসের ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে রাতে ১০/১২টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি।

অবিলম্বে মহাসড়কে ডাকাতি, ছিনতাই প্রতিরোধসহ চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান রেন্ট-এ কার নেতারা। তাদের দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচীতে গাড়ি বন্ধ রেখে কর্মবিরতি এবং মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকরা। পুলিশের দৃষ্টি আকর্ষণ করে চালকরা আরো বলেন, গাড়ি রিকুইজিশনের নামে চালকদের হয়রানি বন্ধ করুন। গাড়ি লাগলে আমরা দিবো কিন্তু একটা গাড়ি লাগলে দশটা গাড়ি আটকিয়ে হয়রানি না করতে পুলিশ সদস্যদের আহবানও জানান তারা।

মানববন্ধনে অংশ নেন লালমাই উপজেলা রেন্ট-এ কার কমিটির সভাপতি হারুন সর্দার, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অর্থ সম্পাদক আবুল কালাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রায়হান খান, প্রচার সম্পাদক আবুল কাশেম ও ধর্ম বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, কুমিল্লা সিটি রেন্ট-এ কার অনলাইন গ্রুপের পাভেল, নাজমুল, রনি, লাকসাম রেন্ট-এ কারের মো. হিরন, জসিম উদ্দিন, নেপাল সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category