
গাজী মামুন, লালমাই।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সংগঠন বাংলাদেশ উন্নয়ন পরিষদ। এ ঘটনায় দোষীদের দ্রুত সনাক্ত করে বিচার দাবিতে গত শনিবার (১৩ ডিসেম্বর) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সিনিয়র কর্মকর্তা শাহরিয়ার আহমেদ এর নিকট স্মারকলিপি জমা দেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সংগঠনের মুখপাত্র একেএম কামরুল হাসান চৌধুরী ও আবুল হোসাইন।
সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামনু স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে বলেন, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগে বের হয়ে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এই হামলা শুধু একজন প্রার্থীর উপর নয় বরং এটি পুরো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে আরও বলা হয়, পূর্বেও ব্যারিস্টার ফুয়াদসহ একাধিক এমপি প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে, যা একটি ধারাবাহিক ও সংগঠিত সহিংসতার ইঙ্গিত দেয়। তাই এই ঘটনাকে কোনো বিচ্ছিন্ন হামলা হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ উন্নয়ন পরিষদ মনে করে, শুধু হামলাকারীদের গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না। বরং এই সহিংসতার পেছনে যারা পরিকল্পনাকারী, প্ররোচনাদাতা ও মদদদাতা তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সংগঠনটি বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িত সব পক্ষের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সমান আইনি ব্যবস্থা নিতে হবে। নির্বাচনী নিরাপত্তা তৎক্ষণাৎ জোরদার করতে হবে এবং যদি কোনো প্রার্থী এই হামলার সঙ্গে সম্পৃক্ত প্রমাণিত হন তাহলে তাকে অবিলম্বে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করতে হবে। নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে মূল দোষীদের দৃষ্টান্তমূলক বিচার করা এখন সময়ের দাবি।