
গাজী মামুন, লালমাই।। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জামায়াত মনোনীত কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেছেন, “নেতা হিসেবে নয় আপনাদের খাদেম হিসেবে এ অঞ্চলের কৃষক-শ্রমিক জনতা নিয়ে কুমিল্লা-১০ কে একটি আদর্শ জনপদ বানাতে চাই। অতীতে অনেক নেতাকে বিশ্বাস করে আপনারা প্রতারিত হয়েছেন৷ আমরা আর এমন নেতা চাইনা যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং টাকা পাচার করবে। আমার বিশ্বাস এবার আপনারা সৎ এবং যোগ্য নেতা বাছাইয়ে ভুল করবেন না। আপনারা এমন নেতা নির্বাচিত করুন যে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে আপনাদের হক নষ্ট করবে না। আপনারা যদি একটি কল্যাণকর রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে চান তাহলে রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। তাহলেই বৈষম্যহীন, অধিকারযুক্ত, ন্যায় এবং ইনসাফযুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ।”
সোমবার (৭ অক্টোবর) রাতে ভুশ্চি ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সীরাতুন্নবী সা: ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর মাও. মোশতাক ফয়েজী। লালমাই উপজেলা জামায়াতের আমির গোলাম সারওয়ার মজুমদার কামালের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও. আবদুন নূরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা (পূর্ব) ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ইমাম হোসাইন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাগমারা শাখার সভাপতি জিয়াউর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ইকবাল হোসাইন, ভূলইন উত্তর ইউনিয়ন জামায়াতের আমির ইসমাইল হোসেন, ভূলইন দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির রবিউল হোসাইন প্রমুখ।