২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:০৬| শীতকাল|
সর্বশেষ
কুমিল্লা-১০ আসনে ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ২ লালমাইয়ে রাতের আঁধারে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও  লালমাইয়ে ১৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক  লালমাই পাহাড়ের কোল ঘেঁষে দেশের প্রথম স্বয়ংক্রিয় পেট্রোলিয়াম ডিপো উদ্বোধন  ওসমান হাদির উপর হামলার ঘটনায় বাংলাদেশ উন্নয়ন পরিষদের নিন্দা ও বিচার দাবি  লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত  লালমাই থানায় নবাগত ওসি নুরুজ্জামানের যোগদান  ৮৬ বছর পর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হলো ভাবকপাড়া প্রাইমারি স্কুলের গেইট  লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা চালু লালমাইয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

আলীশহর রেলওয়ে স্টেশন: স্থাপনা আছে, সেবা নেই!

গাজী মামুন
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩,
  • 536 Time View

গাজী মামুন, লালমাই।।  শতবর্ষী পুরনো কুমিল্লা লালমাই উপজেলাস্থ ‘আলীশহর’ রেলওয়ে স্টেশনটির আধুনিকায়নের কাজ শেষ হয়েছিল বছর দুয়েক আগে। আশ্চর্যের ব্যাপার হলো কোটি টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক এই স্টেশনটিতে শেষবারের মতো ট্রেন থেমেছিল এক যুগ পূর্বে। চট্টগ্রাম-কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে আলীশহর রেলওয়ে স্টেশনটি তৈরি করা হলেও বর্তমানে তা বন্ধ থাকায় মিলছে না কোনো সেবা। জরুরি কক্ষগুলোতে ঝুলছে তালা।

ঐতিহ্যবাহী স্টেশনটি উপজেলার আলীশহর এলাকায় অবস্থিত। এ স্টেশন দিয়ে লাকসাম, লালমাই, কুমিল্লা, আখাউড়ার মধ্যে ট্রেন চলাচল করলেও এখানে কোনো ট্রেন বিরতি দেয় না। স্টেশনটিতে বর্তমানে পাহারায় রয়েছেন দু’জন নিরাপত্তারক্ষী। অসাধারণ কারুকাজ ও নকশায় তৈরি ঐতিহ্যবাহী স্টেশনটিতে রয়েছে মাস্টার রুম, ভিআইপি গেস্ট রুম, গেস্ট রুম, হল রুম ও সিগন্যালিং রুম। রয়েছে ছাউনি সহ নান্দনিক ফুটওভার ব্রিজ ও প্লাটফর্ম। তাই দৃষ্টিনন্দন এই স্থাপনা দেখতে প্রতিদিন বিকেলবেলা এখানে ভীড় জমে স্থানীয় দর্শনার্থীদের। প্লাটফর্মে বসে খোশগল্পে মেতে উঠছেন তারা।

স্থানীয়রা বলছেন এখানে দীর্ঘদিন ট্রেনসেবা বন্ধ থাকায় যাতায়াত ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা। জ্বালানি তেলের দাম বাড়ায় তাদের এখন বেশি ভাড়া দিয়ে সড়কপথে চলাচল করতে হচ্ছে। ট্রেনসেবাটা চালু থাকলে এখানকার সাধারণ মানুষ যেমন সেবা পেত, তেমনি যাত্রী পরিবহনের ক্ষেত্রে রেলওয়ে তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারত।

লাকসাম-আখাউড়া ৭২ কি.মি ডাবল লাইন মেগা প্রকল্পে সরকারের হাজার কোটি টাকা ব্যয় হলেও ট্রেনের সুবিধা পায় না এখানকার মানুষ। যাত্রাবিরতি নেই রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের কোনো আন্তঃনগর ট্রেনের। আন্তঃনগর ট্রেনে ঢাকা এবং চট্টগ্রামে যাতায়াতের জন্য এখানকার বাসিন্দাদের কুমিল্লা বা লাকসাম জংশনের ওপর নির্ভর করতে হয়।

স্থানীয় ইউপি সদস্য দিলিপ চন্দ্র সিংহ বলেন, ২০২১-২২ অর্থবছরে আধুনিকায়নের কাজ শেষ হলেও চালু হয়নি স্টেশনটি। স্টেশনটির অবকাঠামো নির্মাণকাজের কাঁচামাল আনা নেয়ার জন্য আলীশহর বাজার থেকে স্টেশন যাওয়ার গ্রামীণ সড়কটি ব্যবহার করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ। ভারী মালামাল বহন করার কারণে রাস্তাটিতে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়। তারা কথা দিয়েছিল কাজ শেষ হলে রাস্তাটি সংস্কার করে দিবে। কিন্তু কাজ শেষ হয়ে বছর পেরিয়ে গেলেও তারা রাস্তাটি সংস্কার করে দেয়নি। ফলে বৃষ্টির দিনে কাঁদা পানি জমে রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা আশা করছি জনস্বার্থে তারা দ্রুত রাস্তার কাজটি করে দিবে।

তিনি আরো বলেন, এই রেলপথ দিয়ে আলীশহর, চৌকনন্দী, দুর্লভপুর, উজালিয়া গ্রামের মানুষজন কৃষিকাজসহ নানা কাজে যাতায়াত করে থাকেন। প্রতিদিন শত শত মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। কিন্তু এখানে কোনো গেইটম্যান না থাকার কারণে আমাদের পারাপার হতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। নিজ দায়িত্বে এদিক ওদিক দেখে তারপর পার হতে হয়, তবুও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এখানে একটা গেইট ও গেইটম্যান দিলে রেলপথ পার হতে আমাদের জন্য সুবিধা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category